ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি অফিসে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

সিলেট: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির জেল রোডের অফিসে মঙ্গলবার ভোরে চুরি হয়েছে।

এ সময় দু®কৃতকারীরা জানালা ভেঙে চেম্বারের ভেতর ঢুকে ১৫টি ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করে।



মঙ্গলবার সকালে সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে, সবগুলো কে এলোমেলোভাবে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।

সিলেট চেম্বার অব কমার্স অ্যঅন্ড ইন্ডাস্টির প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘চেম্বারে অনেক মূল্যবান জিনিসপত্র থাকলেও দু®কৃতকারীরা মামলা সংক্রান্ত কাগজপত্র ও গুরুত্বপূর্ণ দলিল নিয়ে গেছে। তাই বিষয়টি সন্দেহজনক। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ’

চেম্বারের নিরাপত্তকর্মীরা বাংলানিউজকে বলেন, ভোর রাতের দিকে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। তখনই এ চুরি হয়ে থাকতে পারে। ’

বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সদস্যারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad