ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়ি বিডিআর বিদ্রোহ: ৫ ডিসেম্বর অভিযোগ গঠন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি বিডিআর ১৫ রাইফেলস ব্যাটালিয়ানের আগামী ৫ ডিসেম্বর অভিযোগ গঠন এবং বিচারের দিন ধার্য করা হয়েছে।

এছাড়া আত্মপক্ষ সমর্থনের জন্য জওয়ানদের ২৭ দিন সময় দেওয়া হয়।



মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের বিচারের জন্য  স্থাপিত বিশেষ আদালত এ আদেশ দেন।
 
সকাল সাড়ে ১১টায় আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

বিশেষ আদালত-১৫’র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন কর্নেল মো. বশিরুল ইসলাম পিএসসি।
সদস্য হিসেবে রয়েছেন লে. কর্নেল মো. আব্দুর রউফ এবং মেজর এম এ রকিব। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুটি অ্যাটার্নি জেনারেল গৌতম কুমার রায়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।