ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

কুড়িগ্রাম: অভ্যন্তরীণ রুটে নসিমন-করিমন, ভটভটি ও অটোরিকশা বন্ধের দাবিতে কুড়িগ্রামের সব রুটে পরিবহন ধর্মঘট চলছে। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারা দেশের সঙ্গে কুড়িগ্রামের সড়ক যোগাযোগ।



মঙ্গলবার সকাল ৬টায় অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে পরিবহন মালিকপক্ষ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

জেলা পরিবহন মালিকপক্ষের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাংলানিউজকে জানান, অভ্যন্তরীণ সব রুটে নসিমন-করিমন, ভটভটি ও অটোরিকশা বন্ধের দাবিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেও কোনো সমাধান না হওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা যৌথভাবে ধর্মঘট ডাকেন।

পরিবহন ধর্মঘট ডাকা সম্পর্কে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলামও সরদার একই কারণ উল্লেখ করেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, উদ্ভুত পরিস্থিতি নিরসনে পরিবহন সেক্টরের সব পক্ষকে নিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় বৈঠক ডাকা হয়েছে।

এদিকে, পরিবহন ধর্মঘটের ফলে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।