ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বললেন উপদেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বললেন উপদেষ্টা 

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট  বিদ্যুৎকেন্দ্রকে 'প্রকল্প বিলাস' বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি আরো বলেন, এ প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না।

 মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্পকারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্রটি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার। যাতে তা মানুষের কাজে আসে।

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর শনিবার (১৪ সেপ্টেম্বর)  সন্ধ্যায়  কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: নুরুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪,২০২৪
এসবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।