ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজার সপ্তমীতে অনার্স পরীক্ষার তারিখ নির্ধারণে ক্ষোভ প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
দুর্গাপূজার সপ্তমীতে অনার্স পরীক্ষার তারিখ নির্ধারণে ক্ষোভ প্রকাশ

ঢাকা: শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি নির্ধারণে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।  

শনিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য মি. ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, মি. নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি নির্ধারণ বৈষম্যবিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনের পরিপন্থি।  

নেতারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রত্যাহার করে অনতিবিলম্বে নতুন তারিখ নির্ধারণের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।