ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে পুত্রের হাতে পিতা নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

পটুয়াখালী: পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় পুত্রের হাতে নিহত হয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সিরাজুল ইসলাম। হত্যাকাণ্ডের পর ঘাতক পুত্র নিজেই থানায় গিয়ে খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে।



প্রত্যদর্শী ও পুলিশ সুত্র জানায়, সোমবার রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে ছেলে মঞ্জু বাবা সিরাজুল ইসলামকে ধাক্কা দিয়ে বাসার সামনের পুকুরের পানিতে ফেলে দেয়। রাত সাড়ে এগারোটার দিকে প্রতিবেশীরা মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পিতার মৃত্য হয়েছে জেনে ছেলে মঞ্জু রাত সাড়ে বারোটার দিকে পটুয়াখালী থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

প্রতিবেশীরা জানান, মঞ্জু মানসিক ভারসাম্যহীb। দীর্ঘদিন তার চিকিৎসা করার পরও সুস্থু হননি।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে মঞ্জুকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। একেক সময় সে একেক কথা বলছে। ডাক্তারী পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে সে সুস্থ্ কিনা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ