ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জ্যোতি বসু নগর দেখতে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল

রক্তিম দাশ. কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
জ্যোতি বসু নগর দেখতে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল

কলকাতা: জ্যোতি বসু নগরের পরিকাঠামো দেখতে মঙ্গলবার কলকাতায় আসছে ১০ সদস্যের বাংলাদেশ একটি প্রতিনিধিদল।

সোমবার সন্ধ্যায় কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পশ্চিমবঙ্গের আবাসনমন্ত্রী গৌতম দেব।



তিনি সাংবাদিকদের বলেন, ‘এই নগরী কীভাবে তৈরি হচ্ছে, যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে তারা কি কি সুবিধা পাচ্ছেন এবং একটি নগরীকে কীভাবে সবুজ করে তুলতে হয় । মূলত এসব জানতেই তারা আসছেন। ’

তিনি আরও বলেন, ‘প্রতিনিধি দলটি ২৮ অক্টোবর সকালে জ্যোতি বসুনগরী ঘুরে দেখবেন। এছাড়া আইবিএম, টাটা ক্যান্সার হাসপাতালের পরিকাঠামো দেখবেন প্রতিনিধিদলের সদস্যরা। ’

জানা গেছে, প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, জনস্বাস্থ্য ও গৃহায়ণবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি প্রমুখ।

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ২৮ অক্টোবর বিকেলে রাজ্যের আবাসনমন্ত্রী গৌতম দেবের সঙ্গেও বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ২৬ অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।