ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক চেয়ারম্যান খাইরুল কবির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক চেয়ারম্যান খাইরুল কবির গ্রেপ্তার

ঢাকা: নেত্রকোনার বারহাট্টাতে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।