ঢাকা: সারা দেশে সমাবেশ, মানববন্ধন ও মিছিলের মাধ্যমে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দাবি দিবস পালন করবে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিশেষ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রেশনিং চালু, খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের বিচার, সম্পদ বাজেয়াপ্ত, সংস্কারের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা শুরু করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আগামী মঙ্গলবার সারা দেশে সমাবেশ, মানববন্ধন ও মিছিলের মাধ্যমে দিবস পালিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
আরকেআর/আরবি