ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেজিপ্রতি চালে ৩ টাকা ইনসেনটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুলাই ১, ২০১০
কেজিপ্রতি চালে ৩ টাকা ইনসেনটিভ

ঢাকা: প্রতিকেজি চালের বিপরীতে মিল মালিকদের ৩ টাকা করে নগদ সহায়তা (ইনসেনটিভ) দেবে সরকার।

বোরো মৌসুমে চাল সংগ্রহ অভিযান সফল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।



বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে ‘খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি’র সভা শেষে মন্ত্রী একথা জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘চাল সংগ্রহ অভিযান সফল করতে মিল মালিকদের প্রতিকেজি চালের বিপরীতে ৩ টাকা করে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাল গুদামে আনার পর এ টাকা পরিশোধ করা হবে। ’

বর্তমানে সরকার প্রতি কেজি চাল ২৫ টাকা দরে কিনছে।

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহের ল্যমাত্রা ১২ লাখ টন হলেও এ পর্যন্ত মাত্র ৫ লাখ টন চালের জন্য চালকল মালিকদের সঙ্গে চুক্তি হয়েছে। এর মধ্যে মাত্র ২ লাখ ৬০ হাজার টন চাল গুদামে এসে পৌঁছেছে। ’

গত বছর একই সময়ে প্রায় ৬ লাখ টন চাল সংগ্রহ করা হয়েছিলো বলেও জানান খাদ্যমন্ত্রী।

আবদুর রাজ্জাক দাবি করেন, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডে চালের দাম বাংলাদেশের চেয়ে বেশি।

ইনসেনটিভ দেওয়ার ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাওয়া হলে খাদ্যমন্ত্রী বলেন, ‘বাজারে চালের দাম বাড়ার কারণে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। এতে চালের দাম সামান্য বাড়তে পারে। ’

চালকল মালিকদের কাছে চাল মজুদ থাকার পরও সরকারের কাছে বিক্রি না করার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে আবদুর রাজ্জাক বলেন, ‘বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। র‌্যাব-পুলিশ দিয়ে চালকল মালিকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব না। আমার কাউকে চাপ দিতে চাইছি না। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।