ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইয়ে হিজবুত তাওহীদের জেলা আমীরসহ ৩ সদস্যের ২ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হিজবুত তাওহীদের জেলা আমিরসহ ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মূখ্য বিচারিক হাকিম বাসুদেব রায়ের আদালতে তাদেরকে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।



আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসআই জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত শুক্রবার দুপুরে শহরের রেহাইচর এলাকায় লিফলেট বিতরণের সময় হিজবুত তাওহীদের জেলা আমীর সামনুর ইমাম ওরফে ইমন (৩৯), আখতার হোসেন শামিম (২৭) ও আব্দুস সালাম ওরফে লালনকে (৩৫) র‌্যাব-৫ রাজশাহীর একটি বিশেষ দল গ্রেপ্তার করে।

একই দিন রাত ১০টায় সদর থানায় মামলা দায়েরের পর র‌্যাব তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।