ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রশাসনে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঢাকা: দুই অতিরিক্ত সচিবসহ জনপ্রশাসনের চার কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

সোমবার একাধিক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেয় সংস্থাপন মন্ত্রণালয়।



বীমা অধিদপ্তরের প্রধান নিয়য়ন্ত্রক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নাসির উদ্দিন খানকে ওএসডি করা হয়েছে। অপরদিকে ওএসডি যুগ্মসচিব ড. মোহাম্মদ আলীকে ভালনারেবল গ্রুপ ডেভেলপমন্টে ফর আলট্রা-পুওর প্রকল্পের পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউএনডিপি’র ‘এক্সেস টু ইনফরমেশন এ২১ প্রোগ্রামে’র আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে অটোমেশন তথা ই-ডিস্ট্রিক্ট বাস্তবায়নাধীন প্রকল্পের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপার্ট পদে নিয়োগের জন্য যশোরের অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেনের চাকরি বৈদেশিক নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে।

আর তার জায়াগায় দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বাস রাসেল হোসেনকে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।