ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুমিতমো কর্পোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি দেওয়া হয়েছে।

সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়।



অনুষ্ঠানে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত তামোতসু শিনোতসুকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সুমিতমো কর্পোরেশন’র জেনারেল ম্যানেজার মাসাহিকো সুগিয়ামা।

উপাচার্য বলেন, ‘বাংলাদেশের মানুষ মেধাবী, সৎ ও দেশপ্রেমিক। অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে এ মেধাবী জনগোষ্ঠীর মেধার বিকাশ ঘটানো সম্ভব। ’

জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এ বৃত্তি প্রদান কর্মসূচি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। ’

মেধাবী শিার্থীদের মেধার বিকাশ ঘটাতে সুমিতমো কর্পোরেশনের বৃত্তি সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।