ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাংচুরের প্রতিবাদে গুলিস্তান থেকে সদরঘাটে বাস চলাচল বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঢাকা: রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সব ধরনের বাস চলাচল সোমবার বিকেল থেকে বন্ধ রেখেছেন বাস মালিকরা। জনন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাস ভাংচুরের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



এর আগে বাসে উঠতে না দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষে ৫ জন আহত হন। এ ঘটনায় অন্তত ৮-১০টি বাস ভাঙচুর করে বিুদ্ধ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রেণে রাখতে কোতয়ালী ও সুত্রাপুর থানার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিকেলে ওই ঘটনার প্রতিবাদেই মাস মালিকরা ওই রুটে বাস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

বাস মালিকদের অভিযোগ ছাত্ররা কারণে অকারণে বাস ভাংচুর ও রুটে চাঁদাবাজি চলে। এসব বন্ধ না করা পর্যন্ত রুটে কোনো বাস চলবে না বলেও জানান তারা।

বাংলাদেশ সময় ১৭৫০ ঘন্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।