ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে আলোচনা: সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন অধিক গণসচেতনতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

গাজীপুর: ‘সড়ক দুর্ঘটনা দেশের সবচেয়ে বড় সামাজিক বিপর্যয়। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন অধিক গণসচেতনতা।



সোমবার দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-১০ উপলে নিরাপদ সড়ক চাই-র (নিসচা ) গাজীপুর জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় বক্তাগণ এ কথা বলেন।

নিসচা’র গাজীপুর জেলার সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. দেলোয়ার হোসেন, বিআরটিএ গাজীপুরের সহকারী পরিচালক এ কে এম মিজানুর রশিদ ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিসচা’র সাধারণ সম্পাদক এম এ ফিরোজ, সহসভাপতি অধ্যাপক ডা. মো. লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ ফরিদ প্রমুখ।

আলোচনা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শহরের মুক্তমঞ্চ পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি জেলা নিসচা’র সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক এম এ ফিরোজের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে গাজীপুর প্রেসকাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।