ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হজ্জ যাত্রীদের সমস্যা নেই: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
হজ্জ যাত্রীদের সমস্যা নেই: প্রধানমন্ত্রী

ঢাকা: এ বছর হজ্জব্রত পালনের জন্য সৌদি আরবে গমনকারী হজ্জ যাত্রীদের যাতায়াতের কোনো সমস্যা নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীপরিষদের বৈঠকে জানিয়েছেন।

সূত্র জানায়, সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের সম্মেলন কক্ষে সভা শেষে মন্ত্রীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম হজ্জযাত্রীদের সমস্যা নিয়ে কথা বলেন।

তখন প্রধানমন্ত্রী এ কথা জানান।

এরপর বিষয়টি সম্পর্কে বিমানমন্ত্রী জি. এম. কাদের ও ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া বিস্তারিত জানান। তারা বলেন, ‘হজ্জযাত্রীদের সকল সমস্যা সমাধান করা হয়েছে। ’

এ দিকে প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনের তাগিদ দেন।

তিনি বলেন, ‘এ সড়কে প্রায়ই যানজট লেগে থাকে। এটা দ্রুত সমাধান করতে হবে। ’

এ সময় যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সমাধান করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩০, ২৫ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।