ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে শ্রমিক নেতাকে আটকে রেখে মারধর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পূর্ব রসুলপুর এলাকায় সোমবার দুপুরে এক শ্রমিক নেতাকে মারধর করেছে প্রতিপরে সন্ত্রাসীরা। এসময় ওই শ্রমিক নেতা একটি বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসী বাড়িটি অবরুদ্ধ করে রাখে।



খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

হামলার শিকার শ্রমিক নেতার নাম রবিউল ইসলাম (৩০)। তিনি নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

রবিউল ইসলাম অভিযোগ করেন, পূর্ব রসুলপুর এলাকার মাদ্রাসা রোডে তার বৈদ্যুতিক সরঞ্জামাদি মেরামতের একটি দোকান রয়েছে। গত ১৯ অক্টোবর ফতুলায় অনুষ্ঠিত শ্রমিক লীগের একটি সমাবেশে রবিউল মিছিল নিয়ে যোগ দেওয়ার ঘটনায় স্থানীয় কিছু সন্ত্রাসী মাসুম, সজীবসহ আরো কয়েকজন তার উপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই সন্ত্রাসীরা রবিউলের দোকানে গিয়ে তাকে দোকান থেকে বের করে এনে বেধড়ক মারধর করে।

হামলা থেকে বাচঁতে রবিউল পাশের সিদ্দিক মিয়ার মালিকানাধীন ভবনে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ওই বাড়িটি ঘিরে রাখে। খবর পেয়ে সোয়া ১টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হেদায়েত জানান, রবিউলকে মারধর করা হয়েছিল। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।