ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মাইক্রো- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

গাজীপুর: গাজীপুর কালিয়াকৈরের খাড়াজোরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার ভোর রাতে মাইক্রোবাস-ট্রাকের মূখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪জন।

নিহত চালক মোখলেছুর রহমান (৩০) জামালপুরের মাদারগঞ্জ থানার আমরিতলা গ্রামের আ. মজিদ মাস্টারের ছেলে। আহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী হাজী রফিকুল ইসলাম, মোজাম্মেল হক এবং অজ্ঞাত মহিলাসহ ৪জন। আহতরা টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
গোড়াই মহাসড়ক থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার ভোর রাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার খাড়াজোড়া এলাকায় জামালপুরের মাদারগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১১-২৬২১)সঙ্গে বিপরীতগামী একটি বালু বোঝাই ট্রাকের (রাঙ্গামাটি ট- ৫১৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মারা যান। আহত হন হাজী রফিকুল ইসলাম, মোজাম্মেল হাজী, অজ্ঞাত মহিলাসহ ৪জন। লাশ  গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।