ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাই্যংছড়ির ৩৫ বিডিআর জোয়ানকে মঙ্গলবার আদালতে হাজিরের নির্দেশ

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বান্দরবান: নাই্যংছড়ি বিডিআর ১৫ রাইফেলস ব্যাটালিয়ানের ৩৫ জোয়ানকে মঙ্গলবার সকাল দশটায় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের বিচারের জন্য  স্থাপিত বিশেষ আদালত (চট্টগ্রাম-১৬) সোমবার এই আদেশ দেন।


 
এর আগে নায়েক সুবেদার মো. আব্দুর রশিদ ২০০৯ সালের ২৬ ফেব্র“য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ব্যাটালিয়ানের অস্ত্রাগার লুট, সিনিয়র অফিসারদের নির্দেশ অমান্য করা, হত্যার চেষ্টা, হুমকি, অধিনায়ককে বন্দি, পাগলা ঘন্টা বাজানো, গুজব ছড়ানোর বিষয়ে আদালতে অভিযোগ দায়ের করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে বান্দরবান জেলা কারাগারে আটক ৩৫ অভিযুক্তকে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

বিশেষ আদালত-১৬’র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন কর্নেল মো. বশিরুল ইসলাম পিএসসি। সদস্য হিসাবে রয়েছেন লে. কর্নেল মো. আব্দুর রউফ এবং মেজর এম এ রকিব। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুটি অ্যাটার্নি জেনারেল গৌতম কুমার রায়ভ

মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নাই্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের বর্তমান অধিনায়ক লে. কর্নেল মো. শফিউল আজম।

এছাড়া বিশেষ পিপি অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান এবং অ্যাডভোকেট মো. বিলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।