ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভার ও আশুলিয়া ইভ টিজিং মুক্ত এলাকা ঘোষণা ॥ বখাটেদের সমাজচ্যুত করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
সাভার ও আশুলিয়া ইভ টিজিং মুক্ত এলাকা ঘোষণা ॥ বখাটেদের সমাজচ্যুত করা হবে

সাভার: বখাটেদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার পাশাপাশি তাদের সমাজচ্যুত করার  ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ।

সোমবার সাভার উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ইভ টিজিং’র বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এই ঘোষণা দেন।



বখাটেদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীরাই যথেষ্ট উল্লেখ করে বখাটেদের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাড়াঁনোর আহবান জানান তিনি।

সাভার ও আশুলিয়াকে ইভ টিজিং মুক্ত এলাকা ঘোষণা করে সংসদ সদস্য বলেন, বখাটের অবিভাবকদেরও একঘরে এবং সমাজচ্যুত করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা খানমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল গনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।