ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিডনি হাসপাতালে তরুণীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঢাকা: শেরেবাংলা নগর থানা পুলিশ সোমবার সকালে জাতীয় কিডনি হাসপাতাল থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে।

শেরেবাংলা নগর থানা জানায়, হাসপাতালের ভর্তি তথ্য বিবরণী অনুযায়ী জানা গেছে, নিহতের নাম মালেকা বেগম (৩০)।

তার স্বামীর নাম মো. আশিকুর রহমান। তার বাড়ি ঢাকা জেলার দোহার থানার ডামকুয়েল গ্রামে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘হাসপাতালের ভর্তি তথ্য অনুযায়ী জানা গেছে, গত ১৩ অক্টোবর জনৈক ঝিমু মণ্ডল এবং তপন নামে দুই ব্যক্তি  অসুস্থতার কথা বলে মালেকা বেগমকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ভর্তি করার পর থেকেই ওই দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১০টায় মালেকা বেগম মারা যান।

এসআই আমিনুল ইসলাম আরো জানান, ‘খবর পেয়ে পুলিশ মালেকার লাশ উদ্ধার করে এবং সোমবার সকাল পৌনে ১১টায় ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ’ লাশ উদ্ধারের সময় মৃতদেহের গলায় গভীর আঁচড়ের দাগ, বুকের বাম পাশে কালো জখমের চিহ্ন এবং শরীরের বিভিন্ন জায়গায় লালচে দাগ দেখা গেছে বলেও জানান তিনি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad