ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (১৪ আগস্ট) তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়েছে।

তারা হলেন- বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. লোকমান হেসেন মিয়া, নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাম্মেল হোসেন, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ