ঢাকা: সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টন থানায় বিএনপির পক্ষ থেকে এ মামলার আবেদন করেন দলটির মামলা ও তথ্য কর্মকর্তা সালাউদ্দিন খান।
মামলার অভিযোগপত্র অনুসারে অপর আসামিদের মধ্যে রয়েছেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, খন্দকার নুরন্নবী, মেহেদী হাসান, উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান ও সহকারী কমিশনার গোলাম রুহানিসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
টিএ/এসআইএস