ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ম্যাজিস্ট্রেটকে উত্যক্তকারী যুবকের জেল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুলাই ১, ২০১০

মৌলভীবাজার: মৌলভীবাজারে ম্যাজিস্ট্রেটকে উত্যক্ত করায় বৃহস্পতিবার দুপুরে এক বখাটে যুবক গ্রেপ্তার হয়েছেন। তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।



আব্দুল বাছিত নামে ওই যুবকের বাড়ি কমলগঞ্জ উপজেলার বিক্রমকলস গ্রামে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুপুরে ওই যুবক  জেলা প্রশাসনের তথ্যকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত নির্বাহী বিভাগের নারী ম্যাজিস্ট্রেটের কে ঢুকে তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে ওই ম্যাজিস্ট্রেট পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেন। ’

পরে ওই ম্যাজিস্ট্রেট তার মতাবলে বাছিতকে তিন মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।