ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ এনডিসিকে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি ও পেষণ (এপিডি) অনুবিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আব্দুর রউফ জনপ্রশাসনের আইন অনুবিভাগে কর্মরত ছিলেন। প্রশাসনে নিয়োগ, পদোন্নতি, বদলি, পেষণ, ওএসডি- এসব কার্যক্রম এপিডি অনুবিভাগ থেকে হয়ে থাকে।
এর আগে এপিডে পদের দায়িত্বে থাকা নাজমুছ সাদাত সেলিমকে ওএসডি করে জনপ্রশাসনে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এমআইএইচ/আরবি