ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

টেলিযোগাযোগ বিল নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির আলোচনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০১০ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে মুলতবি হওয়া ১৮তম বৈঠকটির সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু।



বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর অধিকতর সংশোধনকল্পে ইতোমধ্যে সংসদে উত্থাপিত “বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০১০”-এর ওপর বিস্তারিত আলোচনা হয়। সেইসঙ্গে আরো সময় নিয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, সোলায়মান হক জোয়ার্দ্দার   (ছেলুন), মো. নজরুল ইসলাম বাবু এবং খালিদ মাহ্মুদ চৌধুরী ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও এ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কমিশন বিটিআরসি, আইন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।       

বাংলাদেশ সময় ১৯১১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।