ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাইবার নিরাপত্তা আইনে আসামি ছিলাম, এটি ভালোবাসার কারণ নেই: আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, আগস্ট ১০, ২০২৪
সাইবার নিরাপত্তা আইনে আসামি ছিলাম, এটি ভালোবাসার কারণ নেই: আসিফ নজরুল

ঢাকা: সাইবার নিরাপত্তা আইনে নিজেও আসামি ছিলেন জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নেই।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে অফিস করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাইবার নিরাপত্তা আইন কী থাকবে নাকি না এমন জানতে চাইলে তিনি বলেন, যেকোনো ধরনের খারাপ আইন, যেটি সংস্কার করা প্রয়োজন বা বাতিল করা প্রয়োজন সেটি আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজেই বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নেই আমার।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমআইএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।