ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মন্দির সুরক্ষায় এলাকাবাসী ও সেনাবাহিনীর তৎপরতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
লক্ষ্মীপুরে মন্দির সুরক্ষায় এলাকাবাসী ও সেনাবাহিনীর তৎপরতা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট এড়াতে তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী ও এলাকাবাসী।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে মেজর সানজিদের নেতৃত্বে সেনা সদস্যরা শহরের কালিবাড়ি, ইসকন মন্দির, শ্যাম সুন্দর জিউ আখড়াসহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।



এসময় তিনি মন্দিরের পুরোহিত ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।

এছাড়াও রাত জেগে এলাকা ও মন্দিরগুলো পাহারা দিচ্ছেন স্থানীয়রা।

সেনাবাহিনীর মেজর সানজিদ সাংবাদিকদের জানান, জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবসময় জনগণের পাশে আছি।

এসময় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন তৎপরতায় লক্ষ্মীপুরে জনসাধারণের মাঝে স্বস্তির আশ্বাস মিলেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।