ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

কয়রায় হামলায় উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, আগস্ট ৬, ২০২৪
কয়রায় হামলায় উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৩

খুলনা: খুলনার কয়রা উপজেলায় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজাসহ তিন জন নিহত হয়েছেন।

নিহত অপর দুজন হলেন জি এম মহসিন রেজার গাড়িচালক আলমগীর হোসেন ও ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলাম।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উল্লাসে সোমবার (৫ আগস্ট) বেলা ৩টার পর থেকে হাজার হাজার মানুষ সড়কে নেমে আসে।

এক পর্যা‌য়ে খুলনা-৬ আসনের সা‌বেক এম‌পি আক্তারুজ্জামান বাবুর বা‌ড়ি‌তে আগুন দেয় মিছিলকারীরা। মধুর মোড়ে ভাংচুর ক‌রে। বি‌কেল ৪টার দি‌কে উপ‌জেলা চেয়ারম্যান জিএম মহ‌সিন রেজার বাসভবন ঘেরাও ক‌রে ইট পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। এসময় উপ‌জেলা চেয়ারম্যানের বাসভবন থে‌কে গু‌লি কর‌লে ৯ জন গু‌লি‌বিদ্ধ হয়।

গু‌লি‌বিদ্ধরা হলেন- সা‌ব্বির, আলতাফ, আবু মুছা, নূরুজ্জামানসহ ৯ জন। তারা স্থানীয় এক‌টি ক্লি‌নি‌কে চি‌কিৎসা নেন। পরে আন্দোনকারীরা উপ‌জেলা চেয়ারম্যানের বাসভবনে ঢুকে ভাঙচুর করে এবং তাকে এবং তার দেহরক্ষিকে মারপিট করে আগুন ধরিয়ে ফেলে রেখে যায়। আগুনে পুড়ে জিএম মহসিন রেজাসহ তিন জন ঘটনাস্থলে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দি‌কে সরকার পত‌নের আগ মুহূর্তে খন্ড খন্ড মি‌ছি‌লে ক‌য়েকশত জনতা কয়রা সদ‌রে আনন্দ মি‌ছিল বের ক‌রে। আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নি সংযোগও করে মিছিলকারীরা।

 

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা,আগস্ট ৬,২০২৪

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।