ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, আগস্ট ৬, ২০২৪
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার বৈঠক

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নিজের ভবিষ্যত উদ্দেশ্য নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর বেলা আড়াইটার দিকে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সামরিক বিমানে করে নয়াদিল্লির কাছেই গাজিয়াবাদে অবস্থিত হিন্দোন এয়ার বেজে অবতরণ করেন তিনি। সেখানেই তার সঙ্গে দেখা করতে যান অজিত দোভাল।

শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে ভারতীয় বিমান বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে। বর্তমানে তাকে নিরাপদ আশ্রয়ে রেখেছে তারা।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইস্টার্নের প্রতিটি সেক্টরে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় বিমান বাহিনী।  

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর দ্রুতই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।  

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।