ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে অপহৃত ২৩ জেলে ও নৌকা উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুলাই ১, ২০১০

মংলা: মুক্তিপণের দাবিতে সুন্দরবনের মরাপশুর খাল থেকে নৌকাসহ অপহৃত জেলেদের উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খালে মাছ ধরার সময় বনদস্যু রাজু বাহিনী ৯টি নৌকাসহ ২৩ জেলেকে অপহরণ করে নৌকা প্রতি ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এ সময় দস্যুরা বেশ কয়েকটি নৌকা থেকে প্রায় ৮/১০ মন মাছ লুট করে এবং জেলেদের বেদম মারপিট করে।

দস্যুরা অপহৃতদের সুন্দরবনের ঝাপসি এলাকায় জিম্মি করে রেখেছে বলে অন্য জেলেরা জেলেরা কোস্টগার্ডকে জানায়। পরে মংলা কোস্টগার্ডের কর্মকর্তা লে. লোকমান হাকিমের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে অপহৃত নৌকাসহ ও জেলেদের উদ্ধার করে।

অভিযানকালে একই এলাকা থেকে রাজু বাহিনীর সহযোগী মিন্টু সরদারের একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। এ সময় মিন্টু নদীতে লাফিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ায় কোস্টগার্ড তাকে আটক করতে পারেনি।

উদ্ধার হওয়া জেলেদের বাড়ি মংলার চিলা ও বৌদ্ধমারী এলাকায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৫, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।