ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে ২৪ ঘণ্টায় ১৭০ মি‌লি‌মিটার বৃ‌ষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, আগস্ট ২, ২০২৪
ব‌রিশালে ২৪ ঘণ্টায় ১৭০ মি‌লি‌মিটার বৃ‌ষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি ফাইল ছবি

বরিশাল: মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার থেকে বরিশালে কখনো মাঝারি আবার কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরের সিংহভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছে নগরবাসী।

বটতলা এলাকার বা‌সিন্দা জ‌হিরুল ইসলাম শুক্রবার ব‌লেন, এ এলাকার দু‌র্ভোগ কোনো দিনও শেষ হ‌বে না। বৃ‌ষ্টি হলেই হাঁটু বা কোমর সমান পা‌নি থা‌কে। আরও গভীর ড্রেন নির্মাণ করা না হ‌লে এমন দু‌র্ভোগ আজীবন পোহা‌তে হ‌বে।
 
পলাশপু‌রের বা‌সিন্দা আনিসুর রহমান ব‌লেন, টানা এত বৃ‌ষ্টি হ‌য়ে‌ছে যে, ঘ‌রের সাম‌নেও পা‌নি জ‌মে গে‌ছে। ঘর থে‌কে বেরই হওয়া যা‌চ্ছে না।

ব‌রিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম না‌সির উদ্দিন জানান, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব‌রিশা‌লে ১৭০ দশ‌মিক ৫ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ ছাড়া সমুদ্রবন্দ‌রে ৩ নম্বর ও নদীবন্দ‌রে ১ নম্বর সং‌কেত তোলা হয়েছে।

আগামী দুইদিন এমন টানা বৃষ্টি হতে পারে বলেও জানান তি‌নি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।