ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনের পক্ষে ভোট চেয়ে সাইকেল র‌্যালি শেষ হলো কুয়াকাটায়

কলাপাড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

কলাপাড়া: প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে চার শিক্ষার্থীর প্রায় সাড়ে তিন শ’ কিলোমিটার সাইকেল ভ্রমণ রোববার কুয়াকাটা সমুদ্র সৈকতে শেষ হয়েছে।

‘প্লিজ ভোট ফর সুন্দরবন’ এ স্লোগানে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা চত্বর থেকে গত ২০ অক্টোবর এ সাইকেল ভ্রমণ শুরু করেন ওই চার শিক্ষার্থী।



ফরিদপুর থেকে কুয়াকাটা আসার পথে তারা ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতাধিক হাটবাজারে প্রচার চালায়।

ভ্রমণকারীদের দলনেতা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ’র ১ম বর্ষের ছাত্র উজ্জ্বল সিকদার বলেন, ‘স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ সাইকেল ভ্রমণ করেছি। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটদানের মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তা না হলে  সুন্দরবনকেও সপ্তাশ্চর্য নির্বাচন করতে গিয়ে আমাদের বিমুখ হতে হবে। যেমনটি কক্সবাজারের বেলায় হয়েছিল।
 
দলের অন্যরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র বিরাজ দাস, ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিটন দেবনাথ এবং ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র শাওন মাহতাব।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।