ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

নিহত ৬ আন্দোলনকারীর নাম বুকে লিখে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, জুলাই ১৭, ২০২৪
নিহত ৬ আন্দোলনকারীর নাম বুকে লিখে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শহরের প্রাণকেন্দ্র চারিদিক থেকে বন্ধ রেখে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।  

এ সময় পবিত্র আশুরার দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিলের আদলে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ৬ জনের নাম বুকে লিখে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

এর আগে সকাল থেকে চাষাঢ়া বন্ধ রেখে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

মিছিলে অংশ নেওয়া জাহিদ নামে একজন বলেন, আমরা তো এ আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের নাম লিখে তাজিয়ার আদলে মিছিল করেছি। আমাদের আন্দোলন যোক্তিক ফলাফলে না পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।