ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ এবি সিদ্দিক আর নেই

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, সেপ্টেম্বর ৩, ২০১২
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ এবি সিদ্দিক আর নেই

চাঁদপুর : চাঁদপুরের মুক্তিযুদ্ধের সংগঠক, ৭০ এর গণপরিষদ সদস্য ও ৭৯ সালের সংসদ সদস্য এবং মতলব দক্ষিণ উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ফ্লা.লে.(অব) এবি সিদ্দিক আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া .....রাজেউন)

সোমবার সকাল ৭টায় ঢাকার সিএমএইচ হাসপাতালে অবসরপ্রাপ্ত সামরিক এ কর্মকর্তা ইন্তেকাল করেছেন।

তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতী নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে প্রথম নামাজে জানাজা শেষে তাঁর নিজ বাড়ি মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া সরকার বাড়িতে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।