ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ফারুকের লাশ হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বুধবার রাতে বার্ন ইউনিটে মারা যাওয়া ফারুক হোসেনের মৃতদেহ বৃহস্পতিবার দুপুরে মৃতের বড়ভাইয়ের কাছে হস্তান্তর করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ দুপুর ২টায় হাসপাতালে এসে বড়ভাই মো: সেলিমের কাছে ফারুকের মৃতদেহ হস্তান্তর করেন।



হরতালের আগের রাতে মগবাজার এলাকায় দুর্বৃত্তদের আগুনে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন ফারুক ও সুমন। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত চিকিৎসকরা ফারুকের শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ার কথা জানান ।

চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাত দেড়টায় ফারুক মারা যান। সুমন এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বেলা পৌনে ১১টায় ফারুক ও সুমনকে দেখতে বার্ন ইউনিটে যান।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।