ঢাকা: স্পিকার শিরীন শারমিনের সঙ্গে দেখা করতে হেঁটে-সিএনজিতে চড়ে জাতীয় সংসদে এসেছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বিদায়ী সাক্ষাতের কথা ছিল চার্লস হোয়াইটলির।
এ জটে পড়েন ইইউ রাষ্ট্রদূতও। জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে দেখা করতে নিজের অফিসিয়াল গাড়িতে চড়েই রওনা হয়েছিলেন হোয়াইটলি। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর যানজটের কারণে সেটি ছেড়ে দেন। এরপর কিছুক্ষণ হেঁটে, এরপর সিএনজি অটোরিকশায় চরে তিনি জাতীয় সংসদ ভবনে পৌঁছান।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, এক সহকর্মীকে নিয়ে তিনি হাঁটছেন। ওই সহকর্মীকে রাস্তার ডিভাইডারের ওপর দিয়েও হাঁটতে দেখা যায়। এরপর একটি সিএনজি ঠিক করে সেটিতে চড়তে দেখা যায় তাদের।
ওই পোস্টে ক্যাপশনও লেখেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি লিখেছেন- প্রতিবাদের কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
টিআর/এমজে