ঢাকা: সাড়ে ৫ ঘণ্টা পর আগারগাঁও এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ায় এই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুর থেকে আগারগাঁও এলাকা অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৫টায় তারা সরে যান। শিক্ষার্থীরা বলেছেন, আজকের মতো তারা সরে যাচ্ছেন। তবে, পরবর্তী কর্মসূচি অনুযায়ী আগামীকাল ফের আন্দোলনে নামবেন তারা।
বুধবার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা আগারগাঁও এলাকায় জড়ো হতে থাকেন।
আগারগাঁওয়ে দায়িত্বরত কাফরুল থানার ইন্সপেক্টর (পেট্রোল) হারুন আল মাসুদ বাংলানিউজকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সাধারণ পরিবহন আটকে রাখলেও রোগীবাহী যানবাহন-অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছিল। তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী, সিদ্ধান্ত আসার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা ফের আন্দোলন শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এমএমআই/এমজে