ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবুল কাশেমের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: প্রকৌশলী আবুল কাশেমের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় হামলার প্রতিবাদে পরিষদ জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি থেকে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করারও আহবান জানানো হয়।

মানবন্ধনে অংশ নিয়ে সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, ‘হরতালের দিন প্রকৌশলী আবুল কাশেমের ওপর যেভাবে হামলা করা হয়েছে তা নৃসংসতাকে হার মানায়। আমরা এর প্রতিবাদ জানাই। ’

সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদল হরতালের মতো ধ্বংসাত্মক অস্ত্র ব্যাবহার করলেও কোনোভাবেই তাদের রক্ষা করতে পারবেন না। ’

পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ডা. কামরুল ইসলাম বলেন, ‘হরতালে বাস পোড়ানোর নামে মানুষ পোড়ানোর সংস্কৃতি শুরু হয়েছে। এর জন্য দায়ীদের এখনই খুঁজে বের করে শাস্তি দিতে হবে। ’

পরিষদের আহবায়ক সাইদুল হক চৌধুরী বলেন, ‘আবুল কাশেমের ওপর হামলা এবং হরতালে জ্বালাও-পোড়াও কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়। ’

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যুদ্ধাপরাধীরা যাতে কোনভাবেই রক্ষা না পায় এজন্য আমাদের সব ধরনের প্রচারণা অব্যাহত থাকবে। আগামী ৩ জুলাই ঢাকা মেডিকেলের ডা. মিলন মিলনায়তে পেশাজীবী সমন্বয় পরিষদের চিকিৎসকদের সমাবেশের আয়োজন করা হবে।

অন্য বক্তারা হলেন অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক নাজমা শাহীন, ডা. নজরুল ইসলাম, প্রকৌশলী মোকাম্মদ হোসেন, অধ্যক্ষ মোকাম্মদ আলী চৌধুরী, সাংবাদিক বাবলু প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪৩ ঘণ্টা জুলাই ০১, ২০১০







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।