ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মালিবাগে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জুন ১৬, ২০২৪
মালিবাগে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত পেশায় পান-সুপারি ব্যবসায়ী ছিলেন।

রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও ফায়ার সার্ভিসের লিডার মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাই মালিবাগ রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত আলম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বটগ্রাম গ্রামে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ব্রিজ এলাকায় থাকেন। তার বাবা নন্দিপাড়া এলাকায় পান-সুপারির ব্যবসা করতেন। সকালে মালিবাগ যান পান-সুপারি কিনতে। দুপুরে জানতে পারেন তার বাবা মালিবাগে ট্রেনে কাটা পড়েছেন। পরে ঢামেক হাসপাতালে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ