ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আদমজীসহ বন্ধ পাটকল চালুর ঘোষণা ২মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: আদমজীসহ বন্ধ থাকা ১১টি পাটকল চালু করার সরকারি উদ্যোগের কথা ঘোষণা করেছেন সরকারের দুই সিনিয়র মন্ত্রী।   আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন।



কৃষিমন্ত্রী  মতিয়া চৌধুরী বন্ধ াকা আদমজী, খুলনার খালিশপুরের ২টি মিলসহ বড় বড় পাটকল খুলে দেওয়ার কথা বলেন। এসময় তিনি প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের দিয়ে হলেও আদমজী পাটকল চালু করার কথা জানান।

পাশাপাশি অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের(বিজেএমসি) দুর্নীতির কারণে দেশের বড় বড় পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। সরকার বন্ধ থাকা বড় ৭/৮টি পাটকল চালু করার উদ্যোগ নিয়েছে। বিজেএমসি যেহেতু এর আগে ব্যর্থ হয়েছে, তাই এসব পাটকল সরকারি ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।