ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬৫ শিবিরকর্মী কারাগারে, ৫ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: রাজধানীর কোতোয়ালি, পল্টন ও রমনা থানা এলাকা থেকে বুধবার গ্রেপ্তার হওয়া ৬৫ ছাত্রশিবির নেতাকর্মীকে আদালতের মধ্যেমে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

এদের মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।



বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এসকে তোফায়েল হাসান এ আদেশ দেন।  

রিমান্ডে পাঠানো ওই পাঁচ জন হলেন- মো. কবির হোসেন, আহমেদ ওজায়ের, নুরুজ্জামান, আব্দুল হান্নান ও রুহুল আমিন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হাসান প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন।

আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।