ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় রিমালের প্রভাবে নিহত ১, আহত ৩৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ২৮, ২০২৪
বরগুনায় রিমালের প্রভাবে নিহত ১, আহত ৩৭

বরগুনা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঘরের ওপর ভেঙে পরা গাছ অপসারণের সময় ডাল ভেঙে পড়ে গিয়ে আব্দুর রহমান বয়াতি (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা।

তিনি জানান, সোমবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বয়াতি ওই এলাকার মৃত মোহাম্মদ আলী বয়াতির ছেলে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় প্রাথমিক তথ্য অনুযায়ী ৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।