ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় মিলল মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ফতুল্লায় মিলল মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অনিকা রানী পোদ্দার (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অনিকা রানী পোদ্দার জেলার সদর থানার আমলাপাড়া কেসি রোডের অভিনাশ পোদ্দারের স্ত্রী।

শনিবার(২৫ মে) দুপুরে ফতুল্লা থানা সীমান্তের পিলকুনী পেয়ারাবাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিল নূরে আজম মিয়া জানান, প্রথমে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করলেও পরবর্তী তার পরিচয় পাওয়া গিয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিক তদন্তে যতটুকু জানতে পাওয়া গেছে সে মানসিক ভারসম্যহীন ছিল।  দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খোঁজ করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।