ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মে ২৫, ২০২৪
সিলেটে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, এদিন দুপুরে শিশু দুটি বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেন।

স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করেন। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার মরদেহ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন বলেন, নিহতদের মরদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২২১৫  ঘণ্টা, মে ২৫, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।