ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাগুরায় এক রাতে ৫ গরু চুরি, আতঙ্কে কৃষক-খামারিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
মাগুরায় এক রাতে ৫ গরু চুরি, আতঙ্কে কৃষক-খামারিরা

মাগুরা: আসন্ন কোরবানির ঈদের আগে মাগুরায় গরু চুরি বেড়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষক ও খামারিরা।

জেলা সদর উপজেলায় এক রাতে তিন বাড়ি থেকে পাঁচটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।  

বুধবার (২২ মে) রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গরুর মলিক বিধবা অনামিকা বলেন, দুটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এগুলো থেকে আমার সংসার চলতো। আমার চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।  

একইভাবে প্রতিবেশী বৃদ্ধ সাদেক আলী মণ্ডলের দুটি গরুও গোয়াল ঘর থেকে চুরি করেছে চোরচক্র। সংসারের আয়ের উৎস হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

কোরবানির ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চোরচক্র বিভিন্ন এলাকায় গরু চুরি করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কয়েকদিন আগে একই গ্রাম থেকে আরও একটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানান তারা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপারেশন মো. কলিমুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।