ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ১৫ দিনব্যাপী কারুশিল্প উদ্যোক্তা মেলা শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ১৬, ২০২৪
রাজশাহীতে ১৫ দিনব্যাপী কারুশিল্প উদ্যোক্তা মেলা শুরু 

রাজশাহী: রাজশাহীতে ‘আমরা উদ্যোক্তার’ উদ্যোগে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগর ভবন গ্রিন প্লাজায় আয়োজিত মেলায় বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাসিক মেয়র। মেলা চলবে আগামী ২৯ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কারু, হস্ত শিল্প, কসমেটিকস, গার্মেন্টস, খাবার, খেলনা সামগ্রীসহ নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ৫০টি স্টলে পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আমরা উদ্যোক্তার অ্যাডমিন মমতাজ আকতার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এছাড়া আমরা উদ্যোক্তার মডারেটর আজমীর আহমেদ মামুন, মডারেটর গোলাম রাসেল, মডারেটর ফাতেমা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।