ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিষ প্রয়োগ ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ৩ জেলের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ৯, ২০২৪
বিষ প্রয়োগ ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ৩ জেলের জরিমানা

বরিশাল: বরিশালের মুলাদীর আড়িয়াল খাঁ নদে বিষ প্রয়োগ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের অপরাথে ৩ জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

তিনি জানান, আটক তিন জনকে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টের কাছে সোপার্দ করা হয়। মোবাইল কোর্ট বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অপরাধে মো. এমদাদুল হককে সাড়ে ৪ হাজার টাকা এবং কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে বসির ফকির ও ইউনুস ঘরামিকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে হিজলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি বেহুন্দি জাল ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আড়াই লাখ টাকার বেশি মূল্যের ওই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।