ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোমরা স্থলবন্দর: ধর্মঘটে আটকা পড়েছে ৩ শতাধিক ট্রাক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জুলাই ১, ২০১০

সাতক্ষীরা: ভোমরা স্থলবন্দরে ধর্মঘটের কারণে ভারতের ঘোজাডাঙায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে অধিকাংশ ট্রাকে পেঁয়াজ ও ফল থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির আশাংকা করছেন।



ভোমরা স্থলবন্দরের কাস্টম সুপার হাসান মোর্শেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সরকারি অফিস খোলা আছে। তবে ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ আছে।

আটকেপড়া ট্রাকে পচনশীল পণ্য থাকায় ভারতীয়রা ট্রাক ফেরত নিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

দুই ট্রাক সিনথেটিক ফ্যাব্রিক আটক এবং ভারতীয় ট্রাকচালককে প্রহারের ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বুধবার ধর্মঘট শুরু হয়।

এ ঘটনা নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বিডিআরের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি করেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলওয়ার রাজু জানান, বন্দরের অচলাবস্থা নিরসনে আজ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের দুই ট্রাক ভারতীয় সিনথেটিক ফ্যাব্রিক ভোমরা বন্দরে আসে মঙ্গলবার সন্ধ্যায়। রাতে বিডিআর ওই দুই গাড়ি ফ্যাব্রিক আটক করে সাতীরায় বিডিআরের সদর দপ্তরে নিয়ে যায়। পরে বিডিআর ভারতীয় ট্রাক চালককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ভোমরা বন্দরের কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।