ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিকল্প পদ্ধতিতে পাট পচাতে কৃষকদের উৎসাহিত করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: পাট পচানোর বিকল্প পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য পাটচাষীদের ৩০ কোটি টাকা সহায়তা দেওয়া হবে।



কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

মন্ত্রী জানান, চলতি পাট মৌসুমে ২৮টি জেলার ১৭১টি উপজেলার ১৫ লাখ পাটচাষীকে এ সহায়তা দেওয়া হবে।

নতুন এ পদ্ধতির নাম রিবন রেটিং উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতি ১০০ কৃষকের জন্য একটি করে মোট ১৫ হাজার রিবনার বিনামূল্যে সরবরাহ করবে মন্ত্রণালয়। এর মাধ্যমে কৃষক সহজে পাটের আঁশ ছাড়াতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষকরা পালাক্রমে তা ব্যবহার করবে। ’

কৃষিমন্ত্রী আরো বলেন, ‘পাট পচানোর জন্য ছোট পুকুর তৈরি, পলিথিন ও সারসহ অন্যান্য উপকরণ ক্রয় করতে নির্বাচিত কৃষকদের জনপ্রতি ২০০ টাকা করে দেওয়া হবে। এ টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করবেন কৃষকরা। ’

বাংলাদেশ সময় ১৩৩৫ ঘণ্টা জুলাই ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad